দেশজুড়ে

২৪ ঘণ্টায় ৫১ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ জনই ঢাকা বিভাগের। এছাড়া আজও করোনায় দেশে কারো মৃত্যু হয়নি। এনিয়ে টানা ছয়দিন করোনায় মৃত্যুশূন্য রইলো বাংলাদেশ। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রয়েছে।

এছাড়া করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩২৬ জনে। শনাক্তের হার ১ দশমিক ৪ শতাংশ। রোববার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে এক, আর সিলেট বিভাগে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্য কোনো বিভাগে করোনা রোগী শনাক্ত হয়নি। এদিকে একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ৮৪২ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮৯২টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় চার হাজার ৮৯৬টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ০২ শতাংশ। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button