গোপালপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী দের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহনির্মাণ উপকরণ বিতরণ


মোঃ নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহনির্মাণ উপকরণ বিতরণ করেন এমপি ছোট মনির।
(১৫ এপ্রিল) শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে উপজেলা হলরুমে ক্ষুদ্র নৃগোষ্ঠী দের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহনির্মাণ উপকরণ বিতরণ করেন এমপি ছোট মনির।
উপজেলা নির্বাহি অফিসার পারভেজ মল্লিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ভূইয়াপুরের সংসদ সদস্য এমপি ছোট মনির, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল আলম, আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য এসএম রফিকুল ইসলাম রফিক, আরো উপস্থিত ছিলেন উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপকারভোগী বৃন্দ।



