দেশজুড়ে

ধামরাই সদর ইউনিয়ন আ’লীগের আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রনজিত কুমার পাল বাবু,ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকা জেলার ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে রমজান মাসব্যাপী সমগ্র উপজেলার ১৬টি ইউনিয়ন ১টি পৌরসভার আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন হিসেবে তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ই এপ্রিল) বিকাল ৫ টায় ধামরাই সদর ইউনিয়ন পরিষদের মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলঅনুষ্ঠিত হয়েছে।

প্রবীণ আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এ’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -২০ ধামরাই আসনের সাবেক মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক, এসময় তিনি বলেন বর্তমান এমপি দূর্বল তিনি ধামরাইয়ে সাধারণ মানুষের সাথে মিশে না, ধামরাইয়ে তেমন কোন উন্নয়ন তিনি করছেন না, যত উন্নয়ন হয়েছে আমি এমপি থাকার সময়ই হয়েছে, তাই মানুষ এখন বুঝতে পেরেছে ধামরাইয়ের উন্নয়নের জন্য কাকে প্রয়োজন।

এসময় তিনি আরও বলেন আগামী সংসদ নির্বাচনে আশা করি নেত্রী আমাকে নৌকা উপহার দিবে এবং ধামরাই এর অনেক কাজ করার বাকি আছে, তাই আমি যদি আগামীতে নির্বাচিত হতে পারি তাহলে অবশ্যই বাকি কাজগুলো সম্পূর্ণ করবো ইনশাল্লাহ।আপনারা সবাই মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন সুস্হ থেকে আরো বেশি বেশি উন্নয়ন ও অগ্রগতি করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিআইপি, আন্তর্জাতিক ব্যবসায়ী ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ মোহাদ্দেছ হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক, ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ বেলায়েত হোসেন পাঠান, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব সহ উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

এই বিভাগের আরও সংবাদ