দেশজুড়ে

ঘোড়াঘাট প্রেসক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট প্রেস ক্লাবের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা, কেক কাটা ও ইফতার মাহফিল সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সেমিনার কক্ষে ঘোড়াঘাট প্রেস ক্লাবের বর্তমান কমিটির আহবায়ক আনভিল বাপ্পির সভাপতিত্বে ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রাফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আবু হাসান কবির। অনুষ্ঠানে পরে এক আলোচনা সভায় ক্লাবের সদস্য সচিব এস.এম আরিফুল ইসলাম জিমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান, সামসুল ইসলাম সামু, মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ইফতেখার আহমেদ প্রমুখ।

এ সময় ক্লাবের সদস্য মোঃ মীর হান্নান, একরামুল হক, মোঃ শফিকুল ইসলাম শফি, মোহাম্মদ সুলতান কবির, রাফছানজানী শুভ, আবু সুফিয়ান সহ অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য,দিনাজপুরের দক্ষিণ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সম্বলিত ঘোড়াঘাট উপজেলার ওসমানপুরে প্রধান কার্যালয় করে ১৪ এপ্রিল ১৯৮৮ ইং সালে ঘোড়াঘাট প্রেস ক্লাবের প্রথম কমিটি আত্মপ্রকাশ করে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button