দেশজুড়ে

রামপালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ মঙ্গল শোভাযাত্রা ও পুরষ্কার বিতরেনের মাধ্যমে বাংলা বর্ষবরণ করেছে বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসন ৷ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী সহকারে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ৷

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পরিভ্রমন করে ৷ পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরষ্কার বিতরণ করা হয় ৷ রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দীপু, রামপাল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, নির্বাহী প্রৌকশলী মোঃ গোলজার হোসেন, পিআইও মতিউর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সমাজ সেবা অফিসার শাহিনুর রহমান, ফায়ার সার্ভিস অফিসার মোঃ ফারুক সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button