দেশজুড়ে

নাগরপুরে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন কর্তৃক পহেলা বৈশাখ ১৪২৯ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন, সদর ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সুশীল সমাজের সমন্বয়ে এক বর্ণীল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন,নাগরপুর থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, নাগরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মেশবাহুল হক, নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী, সদ্য সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, নাগরপুর উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ ফজলুর রহমান, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারন সম্পাদক মোঃ হারুন-অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা সহ অন্যান্যরা।

এই বিভাগের আরও সংবাদ