চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ বাঙালির জীবনের নতুন একটা বছরের প্রথম দিন। তবে গত দু’বছর করোনা পরিস্থিতির কারণে ঘরোয়া পরিবেশে পহেলা বৈশাখ পালন করা হয়। এবার করোনার প্রকোপ স্বাভাবিক থাকায় বাংলা নববর্ষকে ঘিরে প্রাণের স্পন্দন ফিরে পেয়েছে সবাই।
অসাম্প্রদায়িক বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর নানা আয়োজনের মধ্যদিয়ে পুরাতন বছরের সকল গ্লানি মুছে বাংলা নববর্ষকে বরণ করতে চাঁপাইনবাবগঞ্জে সব বয়সের মানুষ উৎসবে মেতে উঠে।
বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ঢাক-ঢোল ও বাদ্য’র মধ্যদিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে রংবেরংয়ের বেলুন উড়িয়ে শোভাযাত্রার শুভ সুচনা করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।
শোভাযাত্রাটি নাচ-গান, হাসি-আনন্দে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে জেলা প্রশাসন, এলজিইডি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আবহমান গ্রাম বাংলার সেই ঐতিহ্য পাল্কি, সাপুরিয়া, জেলে, গাঁয়ের বধূ, বর-কনে, ঢুলি, ঢোলক, ঘুড়িসহ রংবেরং এর ফেস্টুন শোভাযাত্রাকে আকর্ষনীয় করে তোলে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারীদের পরনে শোভা পায় লাল-সাদা, সবুজ-লাল পাড়ের শাড়ি, মাথায় নানান রঙ্গের ফুলের টায়রা। তরুণসহ বিভিন্ন বয়সের পরনে লাল-সাদা, হলুদ পাঞ্জাবি।
পরে বঙ্গবন্ধু মঞ্চে জেলা প্রশাসক শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য বলেন পহেলা বৈশাখই বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করেছিল, অসাম্প্রদায়িকতার বাণী পৌঁছে দিয়েছিল ঘরে ঘরে। সংস্কৃতি ও ঐতিহ্যকে হারিয়ে যেতে দেয়া হবে না। এ প্রজন্মকে অতীতের গৌরবের সবকিছু জানাতে হবে।
‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয় বৈশাখকে। বর্ষবরণকে ঘিরে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। পহেলা বৈশাখকে ঘিরে ৭দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়।



