ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ১৪২৯ সনের বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা বের করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদের সামনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে মিলিত হয়।
এ সময় মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু হাসান কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর সাত্তার সরকার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ ঈশা প্রমুখ।
প্রকাশকঃ দেলোয়ার হোসেন, সম্পাদকঃ মোঃ আবদুল ওয়াদুদ II ভিজিট করুন - www.torrongonews.com