দেশজুড়ে

উল্লাপাড়ায় নানা আয়োজনে বাংলা নববর্ষকে বরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার উল্লাপাড়ায় বাংলা নববর্ষ বরণ করা হয়। সকালে উপজেলা প্রশাসন পৌর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বাংলার ঐতিহ্যের পোশাকে সেজেগুজে বিভিন্ন উপকরণ নিয়ে অংশ গ্রহন করে। বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপক শামীম হাসান, সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টু প্রমুখ। শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দু সাংষ্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button