বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ -১৪২৯ উদযাপন


চন্দন দেব নাথ, বাঁশখালী: বর্ষবরণ অনুষ্ঠান বাংলা নববর্ষ ১৪২৯ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষ্যে বাঁশখালী উপজেলা প্রশাসন এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে বাঙালি সংস্কৃতিভিত্তিক মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে নানা বয়সী ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতা, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে মিলিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ উমর ফারুক,বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক তদন্ত এস এম আরিফুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক,বীর মুক্তিযোদ্বা আহমদ ছফা,বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।