দেশজুড়ে

ঈশ্বরগঞ্জে মহাসমারোহে বাংলা বর্ষবরণ পালিত

মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ মঙ্গল শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানাদির মধ্যদিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় বাংলা নববর্ষ-১৪২৯। পহেলা বৈশাখে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাঙ্গণ থেকে সকাল ১০ টাশ মঙ্গল শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাফিজা জেসমিন মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন।

শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা মোড় হয়ে পুনরায় উপজেলা প্রাঙ্গণে ফিরে আসে। মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি সহ বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংগঠনসমূহ স্ব-স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিলো ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিম্লানে শুচি হোক ধরা’। শোভাযাত্রায় পাখির প্রতিকৃতি তুলে ধরা হয়, এছাড়াও বড় আকারের ফুল, মৌমাছি, পাতা ছাড়াও বাঘ ও পেঁচার প্রতিকৃতি স্থান পায়। এরপর উপজেলা সম্মেলন কক্ষে দুপুর ১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button