গোপালপুরের মির্জাপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন


মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর মাইন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস ( ৮১) আজ বুধবার দুপুর ২ ঘটিকায় তাহার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে, ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন।
উত্তর মাইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর মাইন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুস ( ৮১) আজ বুধবার দুপুর ২ ঘটিকায় তাহার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে, ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। উত্তর মাইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে মাইন্দা সামাজিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত্যুকালে স্ত্রী সহ চারটি ছেলে ও চারটি মেয়ে ও অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান। এসময় রাষ্ট্রীয় মর্যাদায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মিনহাজ উদ্দিন, এলাকার ধর্মপ্রাণ মুসল্লী আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।