দেশজুড়ে

সরিষাবাড়ী উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করতে আলোচনা সভা

তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: মুজিববর্ষ উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ী উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা সভাপত্বি করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথী হিসেবে জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোখলেছুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন।

আরোও বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন,সহকারী কমিশনার(ভুমি) ফাইযুল ওয়াসিমা নাহাত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, পৌর কাউন্সিলর শাখাওয়াত আলম মুকুল,ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,ইউপি চেয়ারম্যান,সমাজসেবক,গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button