দেশজুড়ে

মোরেলগঞ্জে মূল্য তালিকা না থাকায় মাংস বিক্রেতাকে অর্থদন্ড

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত দামে বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকাল ১০টার দিকে মোরেলগঞ্জ বাজারের ঢালাই ব্রিজ সংলগ্ন সেটঘরে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় উল্লেখিত অপরাধে মাংস বিক্রেতা মো.শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আলী হাসান।

এই বিভাগের আরও সংবাদ