দেশজুড়ে
জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার ছেলে বাছেদ


ভোলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নবগঠিত কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হয়েছেন ভোলার ইলিশার কৃতি সন্তান মোঃ বাছেদ হোসেন। মোঃ ইব্রাহীম কে আহ্বায়ক ও মোঃ আকবার হোসেন জুয়েল কে সদস্য সচিব করে ২১ সদস্য কমিটি ঘোষণা করেন বিজেপি চেয়ারম্যান সাবেক এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
নব গঠিত কমিটিতে ভোলার পূর্ব ইলিশা ৪নং ওয়ার্ডের কৃতি সন্তান বাছেদ কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করায় বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বিজেপি মহাসচিব সাউদ মতিন, সাংগঠনিক সম্পাদক সাগির আহমেদ সুজনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়েছে ভোলার স্বেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা।