দেশজুড়ে

বগুড়ার শেরপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

উত্তম সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার চন্ডিপুর গ্রামে এক মানসিক ভারসাম্যহীন যুবক আব্দুর রহিম (৩৫) ফুফুর বাড়ীতে বারান্দায় খুঁটির সাথে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১২ এপ্রিল মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

জানা যায়, শেরপুর উপজেলার ভবনীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মো. খবির উদ্দিনের পুত্র আব্দুর রহিম একই গ্রামে তার আপন ফুপা আব্দুর রশিদের বাড়ীতে দীর্ঘদিন ধরে বসবাস করছে। ১২ এপ্রিল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে ভাত খেয়ে সে বাহিরে বের হয়ে ছাগল বাঁধা রশিদিয়ে বারান্দার খুঁটির সাথে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে।

নিহত যুবক একজন মানসিক ভারসাম্যহীন ছিল এলাকাবাসী জানায়, এদিকে শেরপুর থানা পুলিশ খবর পেয়ে সকাল নয়টায় ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবক এক সন্তানের জনক বলে জানা গেছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় এনে একটি অপমৃত্যু মামলা দিয়ে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ