দেশজুড়ে

খুলনায় যুবমহিলা লীগ নেত্রী তন্দ্রা’র নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

মেহেদী হাসান, খুলনা: খুলনা মহানগর যুবমহিলা লীগের যুগ্ন-আহবায়ক ও জিএমএফ এর সাধারন সম্পাদক নাসরিন ইসলাম তন্দ্রা’র নিজস্ব অর্থায়নে গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১২ এপ্রিল) সকাল ১০টায় রায়েরমহল আন্দীর ঘাট এলাকায় খুলনা সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করেন।

এসময় অত্র এলাকার ১’শত গরিব ও অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের সভাপতি জে.বি. মুন্নার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নাসরিন ইসলাম তন্দ্রার পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আমেনা হালিম বেবী, ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদউল্লাহ, সাধারন সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু, কামরুজ্জামান, আনোয়ারুল হক স্বাধীন, কেয়া রায়, বাসু দেব মন্ডল, রোনান্দ রায় প্রমুখ।

গসপেল মুভমেন্ট ফাউন্ডেশনের বিষয়ে জানতে চাইলে সাধারন সম্পাদক নাসরিন ইসলাম তন্দ্রা বলেন, এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কয়েক মাস আগে রেজিস্ট্রেশন পেলেও আনুষ্ঠানিক কোনো উদ্বোধন এখনো হয়নি। তবে যেহেতু রমজান মাস সেজন্য ইফতার বিতরণে মাধ্যমে কর্মসূচি শুরু করেছেন বলে জানান।

এসময় তিনি এই সংগঠনের মাধ্যমে অটিজম শিশুদের পড়াশুনা, শিশু শিক্ষা, নারীদের সেলাই প্রশিক্ষণ কর্মসূচি, স্বাস্থ্য সেবা কর্মসূচি, বিধাব ও ডিভোর্স হওয়া নারীদের সাবলম্বী করে তুলতে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা হবে বলেও জানান।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button