ঘাটাইলে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করণের লক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় উপজেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী।
প্রশিক্ষণ প্রদান করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (ভিজিডি-২)(উপসচিব) আবদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, বিশেষ অতিথি ঘাটাইল পৌর মেয়র মোঃ আব্দুর রশিদ মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা। প্রশিক্ষণ পরিচালনা করেণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক। দিনব্যাপি প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।