দেশজুড়ে

নান্দাইলে ব্র্যাকের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে ব্র্যাকের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে, ব্র্যাকের ডিপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, হাসান মাহমুদ জুয়েল, পৌরমেয়র রফিক উদ্দিন ভূইয়া,সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহফুজুল হক, সাংবাদিক এনামুল হক বাবুল, রবিউল আলম ফরাজি, সমাজসেবা অফিসার ইনসান আলী, যুব উন্নয়ন অফিসার ফয়েজ উদ্দিন,ব্র্যাকের ডিপুটি ম্যানেজার মোঃ রুহুল ইসলাম খান প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু,ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক আবু হানিফ সরকার,আহসান তানভীর সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন সুরক্ষা কর্মসূচীর নান্দাইল শাখার কর্মকর্তা শামিমা আক্তার বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধন করে বাল্যবিয়ে হ্রাস করনে চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করা এবং ভবিষ্যতে কর্ম কৌশল নির্ধারন করে, বাল্য বিয়ে প্রতিরোধে কার্যকরি সম্মিলিত উদ্যোগ গ্রহণেই আজকের সভার মূল উদ্দেশ্য।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button