বিনোদন

টিভির পর্দায় আসছে ‘মিশন এক্সট্রিম’

বেশ আলোচিত ও জনপ্রিয় পুলিশ অ্যাকশন-থ্রিলার ধাঁচে তৈরি সিনেমা ‘মিশন এক্সট্রিম’ মুক্তি পেয়েছিল গত বছর ডিসেম্বরে। শুধু দেশে নয় বর্ডার পার হয়ে এশিয়া, আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশের পর ইউরোপেও মুক্তি পায় সিনেমাটি। সবখানেই দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা পায় এটি। এর এবার ঘরে বসেই দর্শকরা উপভোগ করতে পারবেন এই সিনেমা।

আগামী রোজার ঈদে দীপ্ত টিভিতে দেখানো হবে সিনেমাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। তারা জানায়, ঈদের দিন দুপুর ২টায় ‘মিশন এক্সট্রিম’ প্রচার হবে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত প্রমুখ।

এছাড়াও আছেন রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার ও নির্মাতা ফয়সাল আহমেদ। প্রযোজনা করেছে কপ ক্রিয়েশন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button