দেশজুড়ে

শাহজাদপুরে নরসুন্দরের মরদেহ উদ্ধার

মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুরে মানিক শীল (৩৬) নামে এক নরসুন্দরের মরদেহ উদ্ধার করেছে এনায়েতপুর থানা পুলিশ। সোমবার (১১ এপ্রিল) দুপুরে রূপনাই এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। মানিক শীল এনায়েতপুর থানার শিবপুর গ্রামের গজেন শীলের ছেলে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, নরসুন্দর মানিক শীল শিবপুর বাজারে চুলকাটার কাজ করতেন।গত শনিবার (৯ এপ্রিল) সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি।

আজ সকালে রূপনাই এলাকায় নেপিয়ার ঘাসের ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।

তিনি বলেন, মরদেহ পচে যাওয়ায় শরীরে আঘাতের চিহ্ন আছে কিনা তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button