নীলফামারীতে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

0
112

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: আজ রবিবার (১০ মে) নীলফামারী জেলায় করোনায় আক্রান্ত হয়ে এক নারীর (৫০) মৃত্যু হয়েছে। নিতি নিজবাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টায় মারা জান।

মৃত ওই নারীর বাড়ি জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুন্ডা গ্রামে। এর আগে উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা যান (১০) এক শিশু। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো। এ বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর প.প কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ান কবীর।

স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, ওই নারী গত কয়েকদিন ধরে করোনা উপসর্গে আক্রান্ত হন। পরে ৬ মে তার নমুনা সংগ্রহ করা হয় এবং ৮ মে পরীক্ষা রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এরপর থেকেই তাকে তার নিজবাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল।