দেশজুড়ে
মাগুরার মানসিক প্রতিবন্ধী আতর আলীর সন্ধান চায় পরিবার


মতিন রহমান, মাগুরা: মাগুরায় আতর আলী (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবক হারিয়ে গেছে। সে সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের ছোটজোকা গ্রামের আওয়াল হোসেন মোল্যার পুত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি মাসের ৫ এপ্রিল নিজের বাড়ি থেকে বের হয় আতর। এরপর আর বাড়িতে ফিরে যায়নি সে। তাকে অনেক খোঁজা খুজির পরও পাওয়া যায়নি।
মানসিক প্রতিবন্ধী আতর আলীকে খুঁজে না পাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে মাগুরা সদর থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। তার সন্ধান পেলে খবর দেওয়ার জন্য ০১৭৪০ ৪০৭৮০২ উক্ত নাম্বারে আতর আলীর ছোট ভাই আবুল বাসারকে জানাতে অনুরোধ জানিয়েছেন তার পরিবার।