শান্তি-শৃঙ্খলা রক্ষার সাথে পুলিশকে জনগণের কল্যাণে কাজ করতে হবে : বাগেরহাট পুলিশ সুপার


সুব্র ঢালী, বাগেরহাট থেকেঃ বাগেরহাট পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম) বলেছেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকতে হবে। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে না পারলে দেশের উন্নয়ন হবেনা ৷
সোমবার (১১ এপ্রিল) দুপুরে মোংলা থানার আয়োজনে “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে থানা প্রাঙ্গণে পবিত্র মাহে রমজানে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন ৷
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশকে জনগণের কল্যাণেও কাজ করার কথা উল্লেখ করে তিনি বিট পুলিশিং এর ভূয়সী প্রশংসা করেন ৷ বিট পুলিশি়ংয়ের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এটিকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন ৷ এসময় তিনি জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালন করার নির্দেশনা দেন । মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান জানান ৷
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইদ্রিস আলী ইজারাদার, উপজেলা আ’লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ প্রমুখ ৷ এসময় স্থানীয় ইমাম, পুরোহিত ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন ৷