নীলফামারীতে নতুন আরো ৪ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত

0
90

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: করোনায় পজেটিভরা হলেন- নীলফামারী উত্তরা ইপিজেডের মাজেন বিডির ৪ জন চীনা নাগরিক। বৃহস্পতিবার ২ জুলাই রাত ৭ টায় দিনাজপুর পিসিআর ল্যাবের রির্পোট অনুযায়ী নীলফামারীর উত্তরা ইপিজেডের ৬৫ জন চীনা নাগরিকের নমুনায় নতুন করে ৪ জন করোনা পজেটিভ হয়। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩৫৩ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মণ।

সূত্রে যানা যায়, এর আগে একই কোম্পানীর ২৯ জুন একজন চীনা নাগরিক ও ২২ জুন নীলফামারীর স্থানীয় একজন করোনা পজেটিভ হয়েছিল।

জেলায় সর্বমোট করোনায় শনাক্ত ৩৫৩ জনের মধ্যে- নীলফামারী সদরে-১১৫, জলঢাকা উপজেলায়-৬৮, ডিমলা উপজেলায়-৫১, সৈয়দপুর উপজেলায়-৫০, ডোমার উপজেলায়-৪০ এবং কিশোরগঞ্জ উপজেলায়-২৯ জন।

জেলায় চিকিৎসাধীন আছেন ৭০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৫ জন। মৃত্যু বরন করেছেন ৭ জন।