দেশজুড়ে

ঘাটাইলে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান, বিআরডিবি’র চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সরকারের সাংস্কৃতিক মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানমালা পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button