বীরগঞ্জে নদীর বালুর চরে তরমুজ চাষ করে শেখ ফরিদের সফলতা


এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুরের বীরগঞ্জের আত্রাই নদীর বালুর চরে রসালো তরমুজ চাষ করে অবাক করে দিয়েছেন তরমুজ চাষি শিক্ষিত বেকার যুবক শেখ ফরিদ।
বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আত্রাই নদীর পশ্চিম তীরে জয়ন্তীয়া ঘাটো পাশে ভোগডোমা গ্রামে ধু ধু বালুর চরে শিক্ষিত বেকার যুবক শেখ ফরিদ সহ ৩ জন মিলে চাষ করেছে সুস্বাদু ও রসাল তরমুজ। চাষের পদ্ধতি জানলে চরের ধু ধু বালুতেও সোনা ফলানো যায়-এ কথাটি প্রমাণ করে দিয়েছেন তারা।
পাল্টাপুর ইউনিয়নের ধুলট গ্রামের আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নাসির উদ্দিনের পুত্র শেখ ফরিদ জানায়, ঢাকায় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিয়ারিং নিয়ে স্নাতক পাস করে চাকুরী খুজার পাশাপাশি বাড়ীতে এসে বাবার সহযোগিতায় আব্দুস সালাম ও আলম নামে দুই জনকে সাথে নিয়ে নদীর ধু ধু বালুর চরে বিভিন্ন ব্যাক্তির দখলিয় ১৩ একর লিজ নিয়ে চায়না হতে আমদানীকৃত বাংলালিং-১ ও টাইগার জাতের তরমুজ আবাদ করে।
আব্দুস সালাম জানায়, এক সময় নদীতে জেগে ওঠা চরগুলো অনাবাদি পড়ে থাকতো। এখন ওইসব অনাবাদি জমিতেই তরমুজ চাষ করে লাভবান হচ্ছেন তারা। এ তরমুজ দেশের অন্যসব অঞ্চলের তুলনায় বেশি রসাল ও মিষ্টি বলে বাজারেও এর চাহিদাও অনেক বেশি। ২৬ বিঘা জমিতে ৬ মাসের আবাদ তরমুজ চাষ করতে এ পযর্ন্ত প্রায় ৬ হাজার দৈনিক হাজিরা কামলা কাজ করেছে। বর্তমানে প্রতিদিন ১৭/১৮ জন লোক তরমুজের আবাদ দেখাশুনা করছে। যার আনুমানিক ১২ লক্ষ টাকা খরচ হয়ে গেছে।
সহযোগী পাটনার আলম জানায়, এ পযর্ন্ত কৃষি বিভাগের সরকারী কোন কর্মকর্তা তাদের তরমুজ চাষের জমি পরিদর্শন করেনি। তাদের সহযোগিতা পেলে তাদের মতো এলাকার অনেক বেকার যুবক এ ধরনের বিভিন্ন ফসল করে লাভবান হতো।
তরমুজ চাষি কর্মচারি রফিকুল ইসলাম জানায়, দৈব কোন সমস্যা না হলে তারা প্রায় ৫০ লক্ষ টাকার তরমুজ বিক্রয় করতে পারবে তারা।
উপজেলা কৃষি অফিসের মাঠ পরিদর্শক বিএস আনিসুর রহমান জানায়, বীরগঞ্জ উপজেলায় ২ হাজার সাল হতে এধরনের তরমুজ চাষ শুরু হয়। নদীর চরে পড়ে থাকা জমিতে ফসল ফলানো কৃষি মন্ত্রনালয়ের অভাবনীয় পদক্ষেপ।
বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবু রেজা মোঃ আসাদুজ্জামান বলেন, সেচ সুবিধা পেলে তরমুজ, মিষ্টি কুমড়া ও বাঙ্গির বাম্পার ফলন পাওয়া সম্ভব এ এলাকাগুলি হতে। আবহাওয়া অনুকুলে থাকায় এবছর তরমুজ সহ বিভিন্ন ফসলের বাম্পার ফলন হয়েছে।