এবি পার্টি জামালপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক: ৯ এপ্রিল এবি পার্টি জামালপুর সদর উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। মোঃ সুমন মিয়ার সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল সাবিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আহবায়ক ও কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব অ্যাডভোকেট সানোয়ার হোসেন, শেরপুর জেলা আহবায়ক শাহজাহান মল্লিক, নন্দিনা শেখ আনোয়ার বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান মাহবুব উল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিলো জনগণকে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলো ভেদাভেদ, বৈষম্য মুক্ত দেশ গঠনের জন্য। যে স্বপ্ন পঞ্চাশ বছরেও কোন রাজনৈতিক দল বাস্তবায়ন করেনি। আমরা এবি পার্টি গঠন করেছি মুক্তিযোদ্ধাদের সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য। এটি সন্ত্রাস, নৈরাজ্য আর প্রতিহিংসা পরায়ন কোন দল নয়। আমরা যুব সমাজকে একটি সঠিক নেতৃত্বের মাধ্যমে সম্পদে পরিণত করতে চাই। সকলের সক্রিয় অংশগ্রহণে এবি পার্টি বাংলাদেশকে একটি কল্যানরাষ্ট্রে পরিনত করবে ইনশাআল্লাহ।
সভায় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ আব্দুর রাজ্জাক ও নাজিম উদ্দীন তালুকদার।
পরে ৩১ সদস্য বিশিষ্ট জামালপুর সদর উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।



