দেশজুড়ে

মির্জাগঞ্জে অসহায় ও দুস্থ শ্রমজীবীদের মাঝে ছাত্রলীগ নেতার ইফতার বিতরন

মোঃ রনি খান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে কলেজ শাখার পক্ষ থেকে অসহায় ও দুস্থ শ্রমজীবীদের মাঝে ইফতার গুরে গুরে বিতরন করেছেন সুবিদখালী সরকারি কলেজের সভাপতি মাহবুব আলম রুবান।

সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন চত্বর সুবিদখালী বাজার ব্রীজের উত্তর পার্শ্বের বাজার সহ ৮টি জনগুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইফতার বিতরণ করা হয়েছেন।

জানাযায়, প্রথম রোজা থেকে শুরু করে ৪ শত শ্রমজীবী ও হতদরিদ্র মানুষের মাঝে এই ইফতার বিতরন করেছেন । এবং আগামী দিনগুলোতেও বিভিন্ন স্থানে (বুট, মুড়ি,আলুর চপ,বেগুনি,খেজুর,মাল্টা ও বিশুদ্ধ পানি)
বিতরন করবেন মাহাবুব আলম রুবান৷

মাহাবুব আলম রুবান বলেন,আমাদের সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মকে ছাত্রলীগ সম্পর্কে ভিন্ন বার্তা দিচ্ছি। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দুস্থ শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা মানবতাকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দেশ গড়তে চাই।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, তরুন হাওলাদার,সাগর,জোমাদ্দার,সাগর হাওলাদার,রবিউল জোমাদ্দার, জহিরুল জোমাদ্দার,শান্ত, আমির,নাঈম,সম্রাট সিকদার, সাইফুল জোমাদ্দার,নয়ন জোমাদ্দার,নিরব প্রমুখ।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button