ধামরাইয়ে আমতা ইউনিয়নে আ.লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব এমএ মালেক কর্তক আয়োজিত সভার মাধ্যমে পবিত্র রমমজান মাসব্যাপী ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ইফতার মাহফিলের আয়োজনের অংশ হিসেবে তারই ধারাবাহিকতায় আমতা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আমজনতার উপস্থিতিতে জনসভায় পরিনত হয়েছে।
শনিবার (৯ এপ্রিল -২০২২) বিকেলে ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নান্দেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল ও আলোচনা সভা আমতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হারুন মিয়া এর সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা -২০ ধামরাই আসনের মানণীয় সাবেক জাতীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক।
ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আ’লীগের সদস্য ও সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন।
এ’সময় ধামরাইয়ের সাবেক এম পি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড জনগনের কাছে তুলে ধরে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানণীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।
এ’সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য মোঃ খায়রুল ইসলাম, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এর সাবেক সদস্য এসএম মৃদুল আল মামুন জয়,ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান খান হাবিব,ছাত্রলীগ নেতা পিয়াস সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।