২০২৫ সালের মধ্যে আইটি সেক্টর থেকে ৫ বিলিয়ন ডলায় আয় করবে দেশ: পলক


হিলি প্রতিনিধিঃ ২০২৫ সালের মধ্যে দেশের আইটি সেক্টরে ৩০ লাখ বেকার তরুন-তরুনীর কর্মসংস্থান হবে বলে মন্তব্য করছেন তথ্য ও যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেই সাথে আইসি সেক্টর থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার রফতানি আয় অর্জন করা সক্ষম হবে।
আজ শনিবার বেলা সাড়ে ৩ টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদে আইটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার-৩ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অচিরেই দিনাজপুরে শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টারের ভিত্তি¡প্রস্ত স্থাপন করা হবে।
তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে দেশের ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত ১ লাখ ৯ হাজার উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দেয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ কওে যাচ্ছে। এসময় হাকিমপুর উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, খট্টা মাধবপাড়া ইউনিয়ন চেয়ারম্যান কাউসার হোসেন উপস্থিত ছিলেন।



