রাজশাহীর মোহনপুরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৬ জন

0
97

রিপন আলী, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর মোহনপুরে নতুন করে এক দিনে ০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুল কবির।

আক্রান্তরা হলেন, মহব্বতপুর গ্রামের মৃত জায়েদুল্লার ছেলে মহব্বতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোকছেদ আলী (৪৫), ধুরইল মাদ্রাসাপাড়া গ্রামের পান ব্যবসায়ী ওহাবের ছেলে ওয়াশিম (২৫), কেশরহাট পৌরসভা হরিদাগাছি গ্রামের ওসিমুদ্দিনের ছেলে দর্জি হাসান(৫০), বাকশিমইল ইউপি-র বরইকুড়ি গ্রামের তুহিনের স্ত্রী ডলি (৪০), মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং অফিসার মার্শালের মেয়ে মেহেরিশ (৭ মাস), অফিস সহকারী আবুল হোসেনের ভাই কামাল (৩৪)।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আরিফুল কবির বলেন, গত ২৭ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ২ জুলাই বৃহস্পতিবার ৬ জনের দেহে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৩৯ জন।স্থানীয় প্রশাসন নতুন আক্রান্তদের বাড়ী লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।