নীলফামারীর উত্তরা ইপিজেডে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ৮ জন গ্রেফতার

0
92

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর উত্তরা ইপিজেডে পরচুলা তৈরির এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরী বিডি লিমিটেডে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে গত শনিবার ২৭ জুন বিক্ষোভের সময় কারখানায় অগ্নি কান্ড, ভাঙচুর ও অর্থ লুটের ঘটনায় মামলা দায়ের করে কারখানা কতৃপক্ষ। মামলায় গত মঙ্গলবার (৩০ জুন) ও বুধবার (১ জুলাই) অভিজান চালিয়ে ৮ জনকে আটক করে পুলিশ।

এ সময় পুলিশ তাদের কাছ থেকে কারখানা লুট হওয়া ৯৩ লাখ ১৫ হাজার ৪৯১ টাকার মধ্য থেকে ৩ লাখ ৬২ হাজার ৬৩০ টাকা উদ্ধার করে। একই সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি কম্পিউটার মনিটর, একটি স্ক্যানার, কি-বোর্ড, একটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, ওই কারখানার সিকিউরিটি গার্ড আরিফুল ইসলাম (২৫), লাইন লিডার আমিনুল ইসলাম (২৬), কালেক্টর সাদেকুল ইসলাম (৩০), সিরাজুল ইসলাম (৩০), ভাগ্য চন্দ্র রায় (২৫), শ্রমিক শরিফুল ইসলাম (২৭), লেবু মিয়া (২৭) এবং শাহিন (২৩)।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম বলেন, বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।