দেশজুড়ে

আমে ঢাকা পড়ছে গাছ

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে আমে ঢাকা পড়ছে গাছ। গ্রামগঞ্জের রাস্তাঘাট, বসতবাড়ির উঠোন কিংবা আম বাগানের দিকে দৃষ্টি রাখলেই দেখা যাচ্ছে এমন চিত্রি। ছড়ায় ছড়ায় গুঁটি আম বড় হচ্ছে। আমের ভাড়ে ডালপালা নিচের দিকে নেমে আসছে।

এ দৃশ্য বিমোহিত করার পাশাপাশি মধু মাসের আগমী বার্তা যেন মানুষের মনকে দোলা দিচ্ছে। উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে আমে ঠাসা অসংখ্য গাছ দেখাতে পাওয়া গেছে। এরই মধ্যে এলাকার হাটবাজারে ৫০ থেকে ৬৫ টাকা কেজিদরে কাঁচা আম বিক্রি করতে দেখা গেছে।

এ অ লের ঐতিহ্যবাহী কাঁচা আমের বিভিন্ন রকমের আঁচার তৈরী হয়ে আসছে যুগযুগ ধরে। এ জন্য কাঁচা আমের ভরা মৌসুমে স্থানীয় হাটবাজারে কাঁচা আমের ব্যাপক চাহিদা থাকে। কিছুদিন পরেই এসব গাছের কাঁচা আমা পাওয়া স্থানীয় হাটবাজারে। যদিও এরই মধ্যে কোনও কোনও বাজারে সবজি বিক্রেতার কাছে আগাম কাঁচা আম মিলছে অধিক দামে।

স্থানীয় কৃষি অফিস সূত্র জানায়, পোকা মাকরের আক্রমণ থেকে রক্ষা পেতে মুকুলে আমের গুটি আসার পরেই গাছে দুই বার ছত্রানাশক স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে আমের গুটি ঝড়ে পড়া বন্ধের পাশাপাশি এসব আমে পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এতে আমের আশানুরূপ ফলন পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, এ বছর প্রয়োজনীয় বৃষ্টি না হওয়ায় অতি খরার কারণে গুঁটি আম ঝড়ে পড়ার পরিমাণ বেশী। পোকা মাকরের হাত থেকে বাঁচতে অনেকেই নিজ উদ্যোগে আম গাছে স্প্রে করেছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button