চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক আটক


ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে ৫৯ বিজিবি সদ্যসরা পৃথক অভিযান চালিয়ে ২১ লক্ষ ১ হাজার ৮’শ টাকা মূল্যের ৭ হাজার ৬ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল কুদ্দুস (২৬) নামে এক যুবককে আটক করেছে।
আটককৃত যুবক হচ্ছে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়ার মোল্লাটোলা গ্রামের একবর আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে নামোচকপাড়া ও ভোর রাতে বাটুলপাড়ায় পৃথক অভিযান চালায় বিজিবি সদস্যরা। ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাবিলদার মোঃ সেলিম পারভেজের নেতৃত্বে সোনামসজিদ বিওপির টহল দল গতকাল দিবাগত রাত প্রায় পৌনে ৩টার দিকে সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়ার মোন্নাটোলা গ্রামের আটককৃত যুবকের বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ২’শ পিস ইয়াবাসহ আটক করে।
যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ ৬০ হাজার টাকা। অপরদিকে, চকপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ নুরুল ইসলামের নেতৃত্বে ভোর রাত সোয়া ৪টার দিকে সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে আনুমানিক ২’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দেয়ার সময় বাটুলপাড়া নামক স্থানে এক চোরাকারবারীকে দেখতে পায়।
এ সময় টহল দল তাকে ধাওয়া করলে ব্যাগ ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহল দল উক্ত স্থানে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ভারতীয় ১৮০৬ পিস ইয়াবা জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৪১ হাজার ৮’শ টাকা।