ঈদ উপলক্ষে টাঙ্গাইলে ছয় হাজার শ্রমিকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

0
76

আশিকুর রহমান, টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন ঈদ উপলক্ষে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া রিক্সা, ভ্যান, ব্যাটারী চালিত অটোরিক্সা ও সিএনজি চালকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার দুপুরে জেলা প্রশাসন, পৌরসভা, চেম্বার অব কমার্স ও শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে ছয় হাজার শ্রমিকের মাঝে বিতরণ করা হয়। টাঙ্গাইল স্টেডিয়ামে সামাজিক দুরুত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

এসময় টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় পৌর মেয়র জামিলুর রহমান মিরনসহ জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং আওয়ামীলীগের নেতৃবৃদ্ধরা উপস্থিত ছিলেন।

Author