দেশজুড়ে
কিশোর আব্দুল আলিমের সন্ধান চায় পরিবার


ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশুবাড়ী গ্রামের কিশোর আব্দুল আলিমের সন্ধান চায় তার পরিবার। দীর্ঘ দিন থেকে সে নিখোঁজ রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর সকাল অনুমান ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর আর ফিরে আসেনি। সে স্থানীয় বালুয়া বাজারে গোল্লার হোটেলে বয়ের কাজ করত। তার বয়স ১৩ বছর, উচ্চতা ৪ফিট, গায়ের রং উজ্জ্বল ফর্সা ও মুখ মণ্ডলের আকৃতি গোলাকার। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও সন্ধান না পাওয়ায় তার মা খুকি মাই বেওয়া গত ২৭ মার্চ গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরীভুক্তির আবেদন করেছেন।
কেউ তার সন্ধান পেলে তাকে স্থানীয় থানা বা তার মা খুকি মাই বেওয়ার সাথে যোগাযোগের (০১৭৬৭৮৩৫২৩৭) অনুরোধ জানিয়েছেন তার মা।