দেশজুড়ে

ঘোড়াঘাটে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে সাফিউল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ওসমানপুর বাজারে সিয়াম ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাফিউল আলম। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাস হোসের সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রুহুল আমিন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ওই দোকানে অতিরিক্ত দামে পটাশ সার বিক্রি করা হচ্ছে এমন অভিযোগ করে কয়েকজন কৃষক। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে সত্যতা মিললে এ জরিমানা করা হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button