দেশজুড়ে

হিলিতে সেমাই কারখায় অভিযান, চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

হিলি প্রতিনিধিঃ রমজান ও ঈদ উপলক্ষে একশ্রেনীর অসাধু ব্যবসায়ীরা ও কারখানা মালিকরা শুরু করে ভেজাল ও নিম্ন মানের সেমাই তৈরী। আসন্ন ঈদ উপলক্ষে কোন অসুধু ব্যবসায়ী ও কারখানা মালিক যাতে ভেজাল ও নিম্ন মানের সেমাই উৎপাদন ও বাজার যাত করতে না পারে এজন্য দিনাজপুরের হিলিতে সেমাই তৈরীর কারখা গুলোয় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিএসটিআই এর সমন্বয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম এই অভিযান চালান।

এসময় অ-স্বাস্থ্যকর পরিবেশ এবং লাইসেন্স বিহীন খাদ্য পণ্য সেমাই উৎপাদনসহ বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থ দন্ড দেয়া হয়। এছাড়ও একটি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এ আলম জানান, কারখানা গুলো স্বাস্থ্য সম্মত ভাবে পণ্য উৎপাদন এবং ভোক্ত পর্যায়ে পণ্যের মান সঠিক বজায় রাখতে ভ্রাম্যমান আদালতের এই অভিযান। ভবিষ্যতে অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button