দেশজুড়ে

গোপালপুরে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

মো. নুর আলম, গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইলের গোপালপুর উপজেলা এবং পৌর শাখা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার রাতে টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক এ্যাডভোকেট আহমেদ আজম ও সদস্য সচিব মাহমুদুল হক ছানু নতুন এ কমিটি অনুমোদন দেন।

গোপালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলকে আহ্বায়ক, কাজী লিয়াকতকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলামকে সদস্য সচিব করে মোট ২৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

এছাড়া একই দিনে গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. খালিদ হাসান উত্থানকে আহ্বায়ক, ইবনে খালিদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়াকে সদস্য সচিব করে মোট ১৮ সদস্য বিশিষ্ট পৌর শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button