দেশজুড়ে

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের সংবাদ সম্মেলন

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ঈদকে সামনে রেখে কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কেউ কোন প্রকার চাঁদাবাজি করতে পারবে না, কোন কারণ ব্যতিরেকে হাইওয়ে পুলিশ কোন গাড়িকেই সিগন্যাল দিবে না। তাছাড়া, কোন সংগঠন বা সংস্থার নামে কেউ চাঁদাবাজি করতে পারবেনা। কারও বিরুদ্ধে চাঁদাবাজিরর কোন প্রকার অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (৬ এপ্রিল) ময়মনসিংহের নান্দাইল হাইওয়ে থানা পুলিশ কর্তৃক আয়োজনে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ খান সাংবাদিকদের জানান, কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে পুলিশ কর্তৃক কোন প্রকার চাঁদাবাজি করা হয় না।

রমজান মাস উপলক্ষ্যে হাইওয়ে পুলিশ মহাসড়কে পন্যবাহী গাড়ী মহাসড়কে থামায় না এবং কোন প্রকার চাঁদা আদায় করে না বলে সাংবাদিকদের অবহিত করেন। তিনি সাংবাদিকদের আরও জানান, নান্দাইল হাইওয়ে থানা পুলিশ এই থানা থেকে মাসিক কোন প্রকার টোকেন বানিজ্যের সাথে জড়িত নয় বলে উল্লেখ্য করেন।

এসময় সংবাদ সম্মেলনে নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সেক্রেটারী মঞ্জুরুল হক মঞ্জু, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সিএনএন বাংলা টিভির স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম মোড়ল, ইনকিলাব প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রমজান আলী সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button