দেশজুড়ে

বিএনপি নেতা ইশরাক গ্রেফতার

মতিঝিল থেকে বিএনপি নেতা ইশরাককে হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দক্ষিণের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। লিফলেট বিতরণের সময় তাকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।

আগের একটি মামলার ওরেন্ট দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

মতিঝিল থানার কর্তব্যরত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইশরাকের বিরুদ্ধে হয়তো কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি বর্তমানে মতিঝিল থানা হেফাজতে আছেন।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button