দেশজুড়ে
বাঁশখালীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


চন্দন দেব নাথ, বাঁশখালী: পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি ঠেকাতে ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাঁশখালীতে গুরুত্বপূর্ণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
সোমবার (৫এপ্রিল) বিকাল৪ টা থেকে ৫ টা পর্যন্ত রামদাস মুন্সির হাট এলাকার বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দোকানে মূল্য তালিকা না থাকার কারণ ও ফুটপাত দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-ও দন্ডবিধি ১৮৬০ আওতায় ৯দোকানীকে ৬৫০০ টাকা অর্থদন্ড করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমরা গুরুত্বপূর্ণ বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছি। বাজার মনিটরিংয়ের জন্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।