পাঁচ এজেন্ডা নিয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে নয়া ইসি


নতুন নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (৫ এপ্রিল)। বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সম্মেলন কক্ষে এ সভা শুরু হয়।
প্রথম বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে—কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন; পৌরসভা নির্বাচন; ইউনিয়ন পরিষদ নির্বাচন; স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন এবং বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়।
ইসি সূত্র জানায়, প্রথম বৈঠকে কুমিল্লা সিটি করপোরেশন ছাড়াও একশর মতো ইউনিয়ন পরিষদ ও দীর্ঘদিন আটকে থাকা বিভিন্ন পৌরসভা নির্বাচন নিয়েও আলোচনা হবে। বৈঠকে সিদ্ধান্ত হলে ঈদের আগে তপশিল দিয়ে, ঈদের পরে ভোট করার চিন্তা করা হচ্ছে। তবে কুমিল্লা সিটি নির্বাচনের তপশিল ঘোষণার বিষয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে।
এ বিষয়ে ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন আয়োজনে কোনো আইনি বাধা নেই। কমিশন সভায় আলোচ্যসূচিতে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বিষয়টি রয়েছে। এ সভায় কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।