দেশজুড়ে

ভ্যানের চাকায় শাড়ি প্যাঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলা সদরের হাজীগঞ্জে ভ্যানের চাকার সঙ্গে শাড়ির আচল প্যাঁচিয়ে গলায় ফাঁস লেগে প্রতিমা রানী (২৮) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ এপ্রিল) সকাল ৮ টার দিকে গোড়গ্রাম ইউনিয়নের লক্ষ্মীরবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

প্রতিমা রানী গোড়গ্রাম ইউনিয়নের কাঞ্চনপাড়া এলাকার নারায়ণ চন্দ্রের স্ত্রী। আর্টিশান বিডি লিমিটেড নামের একটি পাপস তৈরির কারখানায় কাজ করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানাযায়, সকাল ৮টার দিকে কয়েকজন ভ্যানে করে কারখানায় যাচ্ছিলেন। পথে ভ্যানের চাকায় শাড়ির আচল প্যাঁচিয়ে গেলে প্রতিমা রাস্তায় পড়ে আহত হন। পরে নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভ্যানের চাকার সঙ্গে শাড়ির আচল প্যাঁচিয়ে গলায় ফাঁস লেগে একজন নারী শ্রমিকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এ ঘটনায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button