দেশজুড়ে
বিশ্ব পানি দিবসে ঘাটাইলে র্যালি ও আলোচনা সভা


ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃ আজ সোমবার টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের শুরুতে সকালে পানিভবনের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষন সরসরি প্রদর্শনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী, ঘাটাইল পৌরসভার মেয়র আব্দুর রশিদ মিয়া, বিআরডিবি’র চেয়ারম্যান রুহুল আমিন, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান প্রমূখ। আলোচনা শেষে উপজেলা পরিষদের সামন থেকে র্যালি বের করা হয়।
এসব অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



