দেশজুড়ে

তেল চুরি, গাইবান্ধায় অভিনব কায়দার এক গাড়ি আটক

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধায় তেল চোর চক্রের অভিনব কায়দার একটি গাড়ি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (৩ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা শহরের মহুরীপাড়া এলাকা থেকে ট্রাকটি আটক করা।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক, হেলপার ও তার সহযোগীরা পালিয়ে যায়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপুলিশ পরিদর্শক নওশাদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তেল চুরির মেশিন এবং মজুত রাখার গাড়ি আটক করি। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটি ব্রাহ্মণবাড়িয়ার। এই চক্রের একাধিক সদস্য রয়েছে, যারা সারাদেশে তেল চুরির সাথে জড়িত। তারা ভর্তি তেলবাহী গাড়িগুলো টার্গেট করে এবং সেগুলো যেখানে পার্কিং করা হয়, তার পাশেই তেল চুরির এই অভিনব গাড়িটি রাখে। পরে সুযোগ বুঝে মেশিন দিয়ে তেল চুরি করে এই গাড়িতে নেয়। চুরি করা তেলগুলো তারা খোলা বাজারে কম দামে বিক্রি করে।

তিনি আরও জানান, সরকারি-বেসরকারি কিছু অসাধু চালকদের সাথেও এই তেল চোর চক্রের সদস্যদের আঁতাত রয়েছে।

এই বিভাগের আরও খবর পড়ুন

Back to top button