দেশজুড়ে
উল্লাপাড়ায় ট্রাক চাপায় ভ্যান চালক নিহত


উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় আব্দুর রাজ্জাক আকন্দ (৩৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় হাটিকুমরুল-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রাম এলাকার আবু সাইদ আকন্দের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ভ্যান চালক রাজ্জাক মহাসড়ক পার হচ্ছিলেন, এমন সময় বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।