দেশজুড়ে

ধামরাই সরকারী টেকনটিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রনজিত কুমার পাল (বাবু)ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলার ধামরাই সরকারী টেকনটিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মার্চ -২০২২) চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে অবস্থিত ধামরাই সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ প্রকৌশলী খায়রুল আনাম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি ও মেঘনা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম খান সেলিম।

অনুষ্ঠান উদ্ভোধন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রাক্তন পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর বেগম আনোয়ারা গালর্স কলেজের অধ্যাক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-পরিক্ষা নিয়ন্ত্রক আব্দুল আউয়াল খান। বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক জনাব মোঃ মাকসুদুল হক খান মিরাজ এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ নুরুল ইসলাম খান।

পবিত্র কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর প্রতিযোগিরা বিভিন্ন খেলাধূলায় অংশ নেয়। দ্বিতীয় পর্বে গান, কবিতা, নাচ পরিবেশন করে।

প্রধান অতিথি আব্দুল আলীম খান সেলিম তার বক্ততায় বলেন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা খাত কে সর্ব্বোচ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। বিশেষ করে জনসংখ্যা কে জনসম্পদে রুপান্তর করার জন্য কারিগরি শিক্ষা কে গুরুত্ব দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে পাইলট প্রকল্প হিসেবে ৪০ টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মান করেছে আওয়ামী লীগ সরকার। তার ১ টি ধামরাইতে দেওয়ার জন্য আব্দুল আলিম খান সেলিম মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথিবৃন্দ পুরষ্কার বিতরণ করেন।

এই বিভাগের আরও সংবাদ