দেশজুড়ে

হিলিতে হেলমেট না পরায় এবং ট্রাফিক আইন অমান্য কারীদের বিরুদ্ধে অভিযান

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে হেলমেট না পরায় এবং ট্রাফিক আইন অমান্য কারীদের বিরুদ্ধে সড়কে যৌথ ভাবে অভিযান চালিয়েছে হাকিমপুর থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ।

আজ রোববার সকাল ১০ টায় হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিঃ সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম শরিফ-এর নেতৃত্বে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই অভিযান চালানো হয়। এসময় হেলমেট না পরায় এবং ট্রাফিক আইন অমান্য কারী ১৫ জনকে, সড়ক পরিবহণ আইন ২০১৮ এর ৯২ (১) দারা মোতাবেক ৩ হাজার ট্রাকা করে মোট ৪৫ হাজার ট্রাকা জারিমানা করা হয়।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিঃ সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম শরিফ বলেন, রংপুর বিভাগে যতগুলো সড়ক দূর্ঘটনা হয় তার ৭০ ভাগই মোটরসাইকেল দূর্ঘটনা। ডিআইজির নির্দেশে রংপুর বিভাগে সড়ক দূর্ঘটনা রোধে হেলমেট বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। হেলমেট বিহীন মোটর সাইকেল চালকদের কোন ছাড় দেয়া হবে না। জরিমানা নয় মানুষকে সচেতন করায় লক্ষ্য বলে জানান তিনি।

এই বিভাগের আরও সংবাদ